আমার বৈরাগী মন
বিষন্নতায় হেসে বেড়ায়,কলির ভূত হেসেই তাড়ায়
গরীব হয়ে ধনী লড়ায়,ভেলকিবাজি হেসেই উড়ায়।
              আমার বৈরাগী মন!


আমার বৈরাগী মন
যখন তখন বুঁদ নেশায়,কুটিল লোকের ভালোবাসায়
হুতোম পেঁচার বাসায়,কাক পাখিরে খেমটা নাচায়।
               আমার বৈরাগী মন!
    
আমার বৈরাগী মন
হরহামেশাই প্রেমে মজে,চিলেকোঠায় সুখ খোঁজে
কইয়ের তেলে কই ভেজে,একলা মজে ভুরিভোজে।
              আমার বৈরাগী মন!
      
আমার বৈরাগী মন
মাঝে মাঝে লুকায় ঘরে,লুকিয়ে দেখে জীবনটারে
রমনীরা দেখলে পরে,মুখ চেপে কয় আহা রে।
             আমার বৈরাগী মন!
        
আমার বৈরাগী মন
হাজার বছর বাঁচতে চায়,শেষের কবিতা লিখতে যায়
তপস্বীরা আঙুল দেখায়,রবীঠাকুর কলম চাবায়।
            আমার বৈরাগী মন!


আমার বৈরাগী মন
ইতিহাস বদলে ফেলে,চড়ুইটারে দোয়েল বলে
কান দুটি কেটে গেলে,আপনারে কয় ভালো ছেলে।
            আমার বৈরাগী মন!