কাজী আরিফ

কাজী আরিফ
জন্ম তারিখ ১৩ সেপ্টেম্বর
জন্মস্থান চান্দিনা, কুমিল্লা, বাংলাদেশ
বর্তমান নিবাস চট্টগ্রাম, বাংলাদেশ
পেশা চাকুরী
শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স(রাষ্ট্রবিজ্ঞান)

কবি কাজী মোঃ আরিফুর রহমান কুমিল্লা জেলার ঐতিহ্যবহী চান্দিনা থানার গুঘড়ার বিলের কোলঘেষা বাতাঘাসী গ্রামে জন্মগ্রহন করেন। বাবা কাজী রুহুল আমিন এবং মা পিয়ারা বেগম। গ্রামের সরকারী প্রথমিক বিদ্যালয়ে পড়াশোনার যাত্রা তারপর অম্বরপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঐতিহ্যবহী চট্টগ্রাম কলেজ থেকে ডিগ্রি ও মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) সম্পূর্ন করেন। ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। বাবা ছিলেন সৌখিন কবি তাই বাবার কবিতা পড়েই কবিতার প্রতি ভাললাগা ভালবাসা এবং জেনেটিকভাবেই কবিতার প্রতি আলাদা দূর্বলতা। দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশে ২০১১ সালে সর্বশেষ কবিতা প্রকাশ হয়েছিল তারপর দীর্ঘ সময় লেখালেখি থেকে দুরে। আবারো চেষ্টা করছি লেখালেখিতে মনোনিবেশ করতে। নিজেকে কবি হিসেবে পরিচয় দিতে ভয় হয় কারন কবি হওয়া চাট্টিখানি কথা নয়।

কাজী আরিফ ৩ বছর ১১ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে কাজী আরিফ-এর ১২টি কবিতা পাবেন।

তারিখ
শিরোনাম
মন্তব্য
১০/৮
১৪/৯
১০/৯
৯/৯
৮/৯
৭/৯
৬/৯
২৪/৮
২১/৮
৩০/৫
২৭/৫ ১০
২৬/৫ ১০