গগন জুড়িয়া আসিল ছুটিয়া
ধূসর মেঘের সারি,
হেমন্ত আজি ঢালিছে বুঝি
শ্রাবণ বাদল বারি ।
আজি অবেলা মেঘের খেলা
ধূসর মেঘের ঘনঘটা,
সারাদিন ধরে ঝরে আর ঝরে
বাদলের ঘন ফোটা ।
দখিনের বায় মাথাটা নাড়ায়
সারি সারি তরু দল,
নীড়ের পাখি মেলেনি আঁখি
নেই কোন কোলাহল ।
নদীর ওপারে কাশফুলের ঝাড়ে
নামল কি মেঘের খেলা ,
সমীরনে ভেসে নেচে ওঠে শেষে
তরঙ্গ লীলার ভেলা ।
রবির কিরন ঝরায়নি কখন
আজিকার সোনালী ধারা,
তাই বুঝি আজ বনবীথি গাছ
খুশিতে আত্মহারা ।
হেমন্ত ক্ষণে বাদল বরিষণে
যেন নূপুরের ছন্দ,
বাজে সারাক্ষণ ঝন ঝনাঝন
আহা ! কি আনন্দ !!


২০-১০-২০১৭ ইং