আমার কবিতা তোমারই জন্য
আমার গল্প তাও.....
শুধু তোমারই জন্যে লেখি মৌমিতা
শুধু তোমারই জন্যে।
সুপার মুনের নীল জোছ্নায় লেখা সেই কবিতা
পদ্মার ব্লকে বসে পড়ন্ত বিকেলে পাখিদের নীড়ে ফেরার কবিতা,
ইনানী সৈকতে আধাভেজা বসনে
সহস্র পর্যটকের ভীরের সেই কবিতা
কিংবা পাহাড়পুরের বৌদ্ধ বিহার,
মহাস্থনগড়, বেহুলা-লখিন্দরের
বাসর ঘরে দাঁড়িয়ে লেখা -
সবই তোমারই জন্যে।
মাধবকুন্ডু জলপ্রপাতের জলে ভেজা
সীতাকুন্ডু পাহাড়ের চূড়ায় দেখা প্রকৃতি লীলা নিয়ে শব্দের খেলা
তাও তোমারই জন্যে।
বিশ্বাস করবেনা জানি - তবু বলি ,
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর সেই স্মৃতি মুছে ফেলবে কেমনে ?
সে তো  কবিতা নয় -
সে এক মহা কাব্যিকতা  ।
বিশ্বাস করো আর নাইবা করো
শুনে রাখ মৌমিতা আমার সৃষ্টি
শুধুই তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে লেখি
যা আর কারো  নয়
একান্ত তোমার।
     ***