মোস্তাফিজ - পাতা ২

মোস্তাফিজ
জন্মস্থান জয়পুরহাট, বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা, বাংলাদেশ
পেশা চাকরি
শিক্ষাগত যোগ্যতা এমএসসি

জন্ম: জয়পুরহাট জেলার সদর উপজেলার মহরুল গ্রামে ১৫ নভেম্বর ১৯৭৭ সালে। পিতা : জনাব এম মোকলেছার রহমান ও মাতা : মিসেস রোকেয়া বেগম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ হতে তিনি বিএসসি (অনার্স) এবং একই বিভাগ হতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০০৬ খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ জাতীয় সংসদে সভাপতির একান্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের উপসচিব হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আছেন। তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী নাহিদ নিয়াজী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত আছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ পাঁচটি ও গল্পগ্রন্থ একটি। কাব্যগ্রন্থ: ১. আকাশটাকে বেচে দেবো নামমাত্র দামে ২. আমার কোনো বক্তব্য নেই ৩. তিতির শালিকের অরণ্যবিহার ৪.দুয়ারে উদ্বাস্তু ঘাতক ৫. চিলেঘুরির অষ্টপ্রহর গল্পগ্রন্থ : জলপরির জলছবি।

মোস্তাফিজ ৭ বছর হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে মোস্তাফিজ-এর ৫৪টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
২১/৫
২০/৫
১৯/৫
১৬/৫