অগত্যা রেলপথ ধরেই হাঁটছিল ওরা
অনিশ্চয়ের হাত ধরে
খুঁজছিল নিরাপদ আশ্রয়...
কষ্ট সওয়া ওদের জন্মগত অধিকার
তাই নিয়তিও দেয় নি প্রশ্রয়!
ক্লান্ত পা,বহুদূর পথ
দিয়েছিল দু'দণ্ড শান্তির ঘুম
বেঁচে থাকার অক্লান্ত লড়াই
মূল মন্ত্র জীবনের,কাল হল তাই বিশ্রাম!
অজান্তে হানা দিল মৃত্যু
হেরে গেল ওরা জীবনের বাজি
রেলগাড়ি চলল ঝম্ ঝম্!
হারাল স্বজন যারা পরিজন
হল না ফেরা ঘরে...
রইল পড়ে শুধুই হাহাকার
ভাসছে স্রোতে কত পরিবার
ভুগছে মেদিনী অজানা মারণ জ্বরে!
জানিনা এভাবে কতকাল আরো
মরণ জয়ী হবে...
"নব দিনমণি উঠবে" কি আর
ঝড় কি শান্ত হবে?