এমন দিন আর কি আসে বারে বারে?
নতুন দিন নতুন আলো ফুটে ছিল রক্তেভেজা-
ভারত মাতার বুকের পরে
পনেরোই আগস্ট দিনটি যে আজ নবচেতনার দিন
আসমুদ্র হিমাচল মুক্তকণ্ঠে সবাই বলুন-
বন্দেমাতরম-জয় হিন্দ।
----------------------------------------
-১৫/৮/২০২০-
--------------------------------------
       ।‌‌। ভালোবাসি।।
--------------------------------------
তোর নেশাতে ছুট্টে ছুট্টে পাহাড়-নদী যাই
আগমন আর অস্তরাগের মধুর ছোঁয়া পাই
কত ছবি বন্দি করে লেন্সে ধরে রাখি
মায়াময় রুপের জাদু বশ করেছ না কি?
নতুন সকাল মাখবো বলে উঠেও পড়ি রোজ
শিশির স্নাত বৃষ্টি ঝরায় পাইনি যে তোর খোঁজ
কী যে নেশা তোর কাছেতে রোজই ছুটে আসি!
গানের সুরে ঝর্ণা ঝরে ভালোবাসি-ভালোবাসি---
---------------------------------------------
--১৩/৮/২০২0
----------------------------------------
বলতে পারো
-----------------------------------------
বলতে পারো---
ওঠো ওঠো সুরের ধ্বনি কখন জাগে পাড়া?
স্নিগ্ধ শিশির কোমল বাতাস
কে দিয়ে যায় নাড়া?
কোলাহলের কলতানে ভ্রমর ওড়ে গুঞ্জরণে
মুখরিত পাহাড় নদী-সপ্ত সাগর পার
আড়মোড়াতে চোখটি ঘষে
পূব আকাশে তাকিয়ে দেখা
স্বর্ণ রেনুর পরশ মাখা
মনে হবে-ঐ খানেতে বিরাজমান স্বর্গ সুখের দ্ধার।
-----------------------------------------------১০/৮/২০২০--অবুঝ মন--