বদ ঢেউ ঢুকে পড়েছে শরীরের ভিতরে
ঝুর ঝুর করে ক্ষয়ে যাচ্ছে স্বপ্নীল রাঙা চেনা বাঁধ
আগুন আছড়ে পড়বে এবার--
দাবানলের হোমাগ্নি জ্বেলে,ভিত একেবারে যাবে নড়ে।


অথচ সাজানো বাগান ছিল,বাগিচায় ফুল ও ফুটেছিল
কিন্তু কখন যে লোনা জল ছিটকে পড়েছে বেঘোরে
বোঝার অবকাশ হয়নি
শেষ বলে যদি কিছু থেকে থাকে--
অসতর্কতাই দায়ী,আর বুনো পোকা
যাকে দেখতে রসালো হলেও ঝাঁঝালো মিছিল।


একে অবক্ষয় বলবো,না মেঘের উড়ান
চোখের সামনে লুট হওয়া
তিল তিল করে হাতে গড়া ক্ষয়িষ্ণু রক্তের কল্লোল
পড়ছে ঝরে অঝোর ধারায় চ্যাট চ্যাটে ঘাম
বন্ধ হওয়ার জোগাড়,প্রাণবায়ু নিঃশ্বাস।
--------------------------------------------
৪/২/২০২০-অবুঝ মন-