--------------------------------------------
গভীর ভাবনায় ডুবে যদি গোলাপের সুগন্ধ খুঁজে পাই
তাতে তোমার আপত্তি কোথায়-বলতে পারো?
হয়তো উপবাসী ক্ষুধা বুক ফাটা আর্তনাদে
তোমার কথার দোলায় সুর হয়ে ভেসে ওঠে
তাই বলে কাঁটাতারের বেড়ি পরিয়ে দিতে পারো কি?


কলমের ডগায় যদি ফুল ফোটে-
সুবাসিত সুগন্ধে ওটাতেই আমি উঠি মেতে
বুভুক্ষু আগুনকে নিভিয়ে দিতে
তাতে কি দোষ আমার বলো?
তাই বলে কাঁটাতারের বেড়ি পরানো কি ভালো?


সহজিয়া সুরে যদি সব মুছে যেতো
চাঁদের কলঙ্ক কি কখনো পড়তো চোখে?
নন্দ আলোয় ছেড়ে কৃষ্ণ মথুরায় গিয়েছিল চলে
অত্যাচারী কংসকে মারবে বলে
তার মানে এই কি বুঝায়,সখি রাধিকা-
কিংবা মাতা যশোদাকে চিরতরে গিয়েছিলো ভুলে?


ভেবো না বেশি,তোমার চারপাশে আলো উঠবে জ্বলে
আমি সেই জন,লেবু কোচলালে হতে কি পারে
জেনেছি ভালো করে
হয়তো তোমার আজ মনে নেই,তাতে কি
কথা যে দিয়েছি তোমাকে কবিতার চারা পুতবো বলে।
---------------------------------------------
১২/৪/২০২০-অবুঝ মন-