দীপঙ্কর বেরা সহস্র কাব্য সম্ভার তোমার
জীবন বোধের সমসাময়িক সব ফিরে পাবার
তোমার কাছে কাব্য যেন এক গবেষণার ফল
তুমি লিখে যাও এই শ্বাষত বাংলায় অবিচল।


লক্ষণ ভাণ্ডারী কবি মুল্যায়নে তোমার জুড়ি নাই
সহস্র কবিতার মাঝে তোমার এই বাংলায় খুঁজে পাই
ছন্দ রসে গভীর ভাবনায় তুমি লিখে যাও প্রতিরত
কাব্য পর্ব মালায় এনেছো বৈচিত্র দিয়ে কাব্য জিবন্ত।


গোপাল চন্দ্র সরকার আমি তোমার মুগ্ধতায় বেশ
যতই করি তোমার কাব্য পাঠ হয়না তবুও শেষ
সুন্দর কথামালায় সৃষ্টি করো নতুন ভাবনার ফল
লিখতে চাই তোমার মত! হয় না কেন তেমন অবিকল?


আফরিনা নাজনীন মিলি হয়তো তোমার জানা নাই
দারুন ভাবনায় লেখো তাই আরও বেশি লেখা চাই
মানবের মনের ভাব কলমের ছোঁয়ায় লিখো সারাক্ষণ
তুমি বাংলা সাহিত্যের জীবন্ত কাব্য রানী হয়ে সাধারণ।


গৌরাঙ্গ সুন্দর পাত্র তুমি আমার মনের কবিবর
লেখার ছোঁয়ায় করেছো আমার হৃদয়ে ব্যকুল ঝড়
মুগ্ধতার মাঝে শুধু করে যাই তোমার কাব্য পাঠ
খুঁজে ফিরি তোমার চিন্তা চেতনা দেখি সমারোহের মাঠ।


সুন্দরম প্রকাশনী করেছো প্রতিষ্ঠা নিজের প্রচেষ্টায়
লেখার মাঝে গড়েছো সম্ভার নিজের মনের আস্থায়
পি. কে. বিক্রম  তুমি খুজবে না কারনে অকারনে
তবুও আমি রাখবো তোমায় আমার মনের কোনে।


জ্ঞানের ভাণ্ডার খুলে বসেছ মুহাম্মাদ মনিরুজ্জামান
সাহিত্যের মাঝে আছে তোমার অনবদ্য অবদান
পরিচয় তোমার বাংলাদেশের সোনার চান্দুয়াইল
ভাবনা তোমার মনে বাংলাকে করবে সোনার মত উজ্জল।


"বুড়ি জলে ভেসে যায়" কাব্যিক শিরোনাম এমন কবিতায়
যাদব চৌধুরী অনন্য কবিতা লিখে যাও এই পাতায়
ইংরেজি ভাষায় তোমার কর্ম তবুও বাংলা তোমার প্রাণ
আমি তোমায় জানাই হৃদয় উজাড় করে শুধু সম্মান।


রঞ্জন গিরি সেবার পেশায় তোমার কত অবদান
বাংলা কবিতায় তবুও করনি এতটুকু ম্লান
মনের গভীরতায় সবটুকু প্রয়াস পাই কাব্য মাঝে
তোমার কাব্য পাঠে ক্ষণে ক্ষণে এ হৃদয়ে বাজে।


শপথ ছদ্ম নামে পরিচয় তোমার সাহিত্য মেলায়
এতটুকু সময় পার করনি অযথা অবহেলায়
লিখে গেছো মনের ভাবের কথা কাব্য রচনা করে
মুগ্ধতায় তোমার হাসি মুখ দেখি অগোচরে।


করিমগঞ্জে বসত করে জাকির হুসাইন নামে
কাব্য লেখায় পৌছে গেছে অনন্য এক দামে
লেখার মাঝে জীবন বোধের ছন্দ আছে বেশ
গুণ কীর্তন করলে তোমার হবে না আজ শেষ।


মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী) তোমার হরেক লেখা
হয়নি সব বোলব তবুও হয়েছে কিছু দেখা
লেখার মাঝে সকল সাজে পাই যে আমি সব
কাব্য জগৎ ছড়িয়ে তুমি বাংলা সাহিত্যে কলরব।


জয়শ্রী রায় মৈত্র পেশায় নেশায় তোমার সাহিত্য
তোমার লেখার কাব্য শৈলী দেখি আমি নিত্য
কবিতার মাঝে তুমি এক মহীয়শী নারী যোদ্ধা
কবিতার পাঠক হয়ে জানাই কৃতজ্ঞ ও শ্রদ্ধা।


মৌটুসী মিত্র গুহ (কেতকী) কবিতায় তোমার ভাল মন
রসায়নের ছাত্রী বলেই তুমি করেছো কাব্যিক রসায়ন
অবলীলায় লিখে যাও গুচ্ছ কবিতার সম্ভার
অবাক হয়ে ভাবি কিভাবে করিব তোমার সমাচার।


কণিকা সরকার চমৎকার ভাবনার কবিতা তোমার
মুগ্ধ হয়ে করি পাঠ তৃপ্তি মেটাতে পাঠে বারংবার
আবেগী ভাষায় লেখা সরল মনের সব কবিতা
দোয়া কামনা তোমায় জ্ঞানী বানায় যেন বিধাতা।


লীনা জাম্বিল  কাব্য রসায়নে দিয়েছ  নারীর সম্মান
মায়ের মিনতিতে অপার বাংলায় তুমি যে মহান
কোথায় যেন হারিয়ে ছিলে ফিরে আশার নিরাশায়
ধন্য হয়েছে বাংলা সাহিত্য তোমার ফিরে আশায়।


সাকিব জামাল কাব্য মোহনায় তুমি নদীর গতিবেগ
খেলার মাঝে কলমের সখ্যতা চলে, চলে মনের আবেগ
তুমি দুই বাংলায় লিখে যাও মুক্ত কলম হাতে
আমি পাঠক হয়ে করিব পাঠ আছি তোমার সাথে।


সোমাদ্রি তুমি আমার, তুমি বাংলার, তুমি কবিতার
হাজার কবিতা আমার অনেক দুর যা তোমার সম্ভার
ভাবের মূর্ছনায় আবেগী কথা মালায় দারুন ছন্দময়
সাহিত্য পাতায় তুমি মহান কবিতায় তোমার পরিচয়।


আর্যতীর্থ হাতের ছোঁয়ায় তুমি আগলে রেখেছ
দুই পৃথিবীর মানবের হৃদয়ে তুমি ভালবাসা দিয়েছ
পড়েছ ডাক্তারি ভাষায় করে চলেছ মানব সেবা
সাহিত্যে মগ্ন হয়ে অবলীলায় লিখে চলছো কবিতা।


শাজাহান কবীর শান্ত শিক্ষকতা তোমার প্রিয় পেশা
তবুও লিখে যাও অবিরত সাহিত্য পরিভাষায় কাব্য
পরিবেশ, আবেগ আর মনের ভাবে সৃষ্টি নতুন সভ্য
হার না মানা এক সৈনিক কবিতাই যে তোমার নেশা।


সহিদুল হক বছর ছয়েক হোল  যাত্রা তোমার এই পাতায়
তোমার কাব্য পাঠে মুগ্ধ হয়ে লিখবো কিছু খাতায়
পরিভাষায় হয় নেশা কাব্যে হয় ছন্দের জূরিভার
লিখে যাও তুমি আপন মনে এই বাংলা কবিতার।


নাসরীন আক্তার খানম কবিতায় তোমার অনেক সুনাম
সাবলীল কবিতায় তোমার সহজাত ভাষার কারুকাজ
ছন্দ আর আবেগে করেছো সাহিত্য রাজ্যে বিরাজ
নিরাশা নেই তোমার কবিতাই দিবে তোমার সব দাম।


সৈকত পাল (নীরব দুপুর) তুমি তো আজিকার সকাল
তবে কেন রেখেছ গোপনে পরিচয় পাতার মাঝে
হৃদয়ে ঠাই পেয়েছ লাগবেনা দুপুর কিবা সন্ধ্যা সাজে
ভালোলাগায় লিখে যাও অনন্ত হয়ে থাকবে মহাকাল।


স্বাগত জানাই কাব্য রানী এসেছ ভালবাসা পেতে
খাতুনে জান্নাত তোমার কাব্য পাঠ করি মুগ্ধতার সাথে
জানি তোমার লেখা শুরু হয়েছে কত কাল আগে
হৃদয় নিংড়ানো ছান্দিক কাব্যে কত কিছু মনে জাগে।


ফারহানা নাসরিন কবিতা রাজ্যে তোমার পদচারন
কাব্য লেখার মাঝে তুমি পাঠকের জাগাও শিহরন
ভাবনার সবটুকু আবেগ দিয়ে লিখো কাব্য কথায়
অনন্য হয়ে থাকবে এই বাংলার কবিতার পাতায়।