বাংলা কবিতা ডটকমের সদস্যদের অনুরোধে আগামী ১৫ মার্চ রবিবার বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে কোলকাতার প্রেক্ষাগৃহ নন্দন সংলগ্ন খোলা ময়দানে।  “বাংলার কবিমেলা - বাংলার কবিতা ২০২০” আগত অনুষ্ঠানের দিন ১৭ই মে ২০২০ রবিবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কোলকাতা কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল ভবনে (Hall Booking করা হয়েছে) – এই উপলক্ষ্যে প্রস্তুতি সভায় সকল কবিদের উপস্থিতি, মতামত ও তহবিল গঠনের উদ্দেশ্যে আহ্বান করা হল। আগত অনুষ্ঠানে কি কি অনুষ্ঠান সম্পাদন করা হবে, কোন বিশিষ্ঠ ব্যক্তিবর্গদের আহ্বান করা হবে কিনা, অনুষ্ঠানের আলোচ্য বিষয়গুলি কি কি রাখা হবে, প্রতিটি কবির জন্য কত সময় বরাদ্দ রাখা হবে, সাম্মানিক প্রদান হিসাবে কি রাখা হবে, মধ্যাহ্নে আহারের ব্যবস্থা কেমন হবে, কবিরা কে কেমন ভাবে কতটা সময় ও আর্থিক সহযোগিতা করতে পারবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। আর আলোচনার আলোকে যা প্রস্ফুটিত হবে সেটাই অনুষ্ঠিত হবে, যদি কিছু ঘাটতি থেকে যায় – সে দায় আমাদের সদস্যদের সবার। দেখা হবে ১৫ মার্চ রবিবার বেলা ১টায় নন্দন সংলগ্ন খোলা ময়দানে, সাথে অবশ্যই থাকবে কাব্য পাঠ আর জলযোগ।


সৌমেন বন্দ্যোপাধ্যায়
        প্রচারক
   7003877516