কবে যেন
এসেছিলে, ঝড় হয়ে!
স্নিগ্ধ সাগর সিনানে
এলোকেশী নদী,
হারিয়েছিল জোয়ার!!
উদাসী উড়ন্ত চুল
আলতো হাতে সরিয়ে
কপালে এঁকে দিলে___
গভীর চুম্বন!
সে দিন গিয়েছে চলে।
ক্লান্ত নাটকের অবসাদ
আজ কর্ণকুহরে ঢালে
চঞ্চল হারানো সুর...
মন, কান পাতে তাই ___
সুরের আবেশ ছড়ায়,
দূর বহুদূর...