দিকশূন্যপুরে ভয় শূন্যতায়
শূন্য থেকে সে-ই শুরু...
সম্বল শুধু ভালবাসা!
বুঝলাম __
সেটাও একদিন শেষ হবে
কৃষ্ণগহ্বরের শূন্যতায়  !!!
শেষ না শুরু!
দ্বিধায় মহাকাশ!
আরো অন্ধকার, আরো...