*******
কল্পনাবিজড়িত মন বাঁধার গণ্ডি ছেড়ে চলে যায়
নীল আসমান ৷
সেথায় গগনচর হয়ে ডানা মেলে
উড়ে বেড়াইবে আপন ইচ্ছায় ৷


কল্পডানায় ভর করে সে চলে যায়
সবুজাবৃত পাহাড়ের চূড়ায়,
যেথায় মাথা তুলে দাঁড়ায় মোর দ্রুমসম ধরখানি
আগে কভু ভাবেনি যা ধূলিধূসর তপ্তনগরের ছায় ৷


আপ্লুত চিত্ত মম চলে যায় মরুকায়ায়,
শাখাহীন নীরহীন বালিময় মরুতে,
মরূদ্যান হবে বলে,
ক্লান্ত মরুচরের প্রাণ জুড়াবে সেথায় ৷


বাঁধনহীন,নিগড়হীন চিত্ত হায় চলে যায়
গভীর সমুদ্র মাঝে,
ভাসমান শ্যাওলা হয়ে ভাসিবে বলে,
আর উল্লাসে ঊর্মিতালে নৃত্যে মাতিবে সেথায় ৷
             ***********
                  ******
                      ***
                        *