**কবিতা টা লিখলাম বিজ্ঞান আর জীবনমুখী ভাবধারা কে সামনে রেখে ।জানিনা কেমন লাগবে আপনাদের ।**
      ****************
বিজ্ঞান বলে ভুবন মাঝে শক্তির নাহি লয়—
তবুও দেখো শক্তি ওরে বাড়ছে মনে হয় ৷
মোট যত শক্তি আধার আছে এ বিশ্ব ধরে—
তাহা রয়ে যাবে ধ্রুব সদা চিরকাল চিরতরে ৷
নিয়ম কিছু মানিতে হবে শিকৃতো বিজ্ঞানে—
বিশ্বকে ধরিতে হবে একাকী স্বতন্ত্র এইখানে ৷
শক্তি যাহা নিলে তুমি তোমার এ জীবনকালে-
কিছু তাহা রহে যাবে তোমার ধরে তোমার গালে ৷
বাকি সব শক্তি তুমি ফিরায়েছ এ ভুবনে—
তোমার আপন করমে অথবা শয়নে স্বপনে ৷
এর পরেও শক্তি যত রহে যাবে তোমার ধরে
তুমি তাহা দিয়ে যাবে মরণে—শ্মশানে বা কবরে ৷


তুমি আসিলে এ ধরার ‘পরে চ’লে গেলে অবশেষে ৷
এমন করিলে বলো কি হবে হে এথায় এসে !
ব্যস্ত ধরার ব্যাকুল খেলায় কে রাখিবে তোমা’ মনে ?
মৃত্যু পরে দু’দিন বাদে ভুলে যাবে তব আপনজনে ৷
মহৎ কর্ম করো তাই তোমার মধুর জীবনখেলায়,
যতদিন বাঁচো হেসে খেলে এ সুন্দর ভুবন মায়ায় ৷
                 *************
                      ********
                          ****