জীবন তরী চলতে চলতে
গিয়ে উঠলাম প্রেম নগর
হাবু-ডুবু খেয়ে প্রেমে
ডুবে গেলাম প্রেম সাগর।
প্রেমিক আমি বিশ্ব প্রেমি
প্রেম নিয়ে করি খেলা
আমার প্রেমে ফুল-পরিরাও
কাটায় সারা বেলা।
প্রেম নিল সব আনায় আনা
কেউ রইল না বাকি
প্রেম করে সব অবশেষে
আমায় দিল ফাকি।