ডাকছে মোরগ ভোর বেলায় ডাকছে কোকিল দূরে,
ডাকছে ঘুঘু মৃদু স্বরে দিচ্ছে মন ভিজিয়ে সুরে।
সকাল টাই বুঝিয়ে দেয় দিনটা যাবে কেমন,
তোমার কথা ভাবছি এখন মনটা বড়ো উচাটন!
রয়েছো আজ অনেক দূরে নাগালের বাইরে,
বুঝতে পারি তোমায় ছাড়া যায়না টেকা একা এ ঘরে।
বুঝাতে চাই বুঝতে চাও না ভাবো এ মনের হেঁয়ালি,
বুঝতে পারবে থাকবোনা যেদিন দূর হবে তোমার খামখেয়ালি।
মেজাজ তোমার এতই বেশি থাকো নিজের সিদ্ধান্তে অটল,  
ভাঙতে চাওনা বাধার দুয়ার চাওনা সিদ্ধান্তের রদ বদল।
এই অস্থিরতা কাটবে কবে দুটি হৃদয়ে বাজবে নতুন সুর?
আবার কবে মিলবো দুজনে আগামীর দিনগুলো হবে সুন্দর মধুর?
যেথায় থাকো ভালো থেকো ডাকবো তোমায় আবার  কাছে,
ভালোবাসা খুঁজে পায় যেন নয়া দিশা নয়া আশায় যেন বাঁচে।