ওরে মদন চন্দ্র বদন
আছে খেয়াল ওরে তোর,
দিলি কুলো ছেলের হাতে
কাঁদছিলো সে ভীষণ জোর।


ধরবে বেটা হাতির কান
বদলে ধরালি কুলো,  
সবক শেখাতে পারলোনা সে
হলো সবার কাছে খেলো!


প্রতি বছর আসে হাতির পাল  
না খেতে পেয়ে জঙ্গলে,
ভেঙে দেয় বাড়ি ঘর সব
লাগে না কারোর মঙ্গলে!


গরীব চাষি পায় অনুদান
ভরে না তাতে চাষীর পেট,
হাতিগুলোর দোষ কোথায়
ভাঙলে গুদাম ভাঙলে গেট!


বনে জঙ্গলে নেই খাবার
করেছে ধ্বংস মানুষ তারে,  
ঘটছে প্রতিদিন অবলুপ্তি সব
খিদের জ্বালা সইতে নারে।  


দৃঢ় পদক্ষেপ নিতে তাই
আসুক দেশে কড়া আইন,  
বাঁচার মানে বুঝুক মানুষ
নইলে হোক সবার ফাইন!  


বাস্তুতন্ত্র হচ্ছে লুপ্ত দিন দিন
বাঁচবে কি আর কোন মানুষ?
আছে এখনো হাতে সময়
ফেরাও সবাই নিজের হুঁশ।


বাঁচার জন্য এই লড়াইয়ে
লড়ুক আবার এই মানুষ,
মানুষ পারে সবই করতে
ঢাকতে পারে তার সব দোষ!