রাত দুপুরে শোবার ঘরে কে এলি রে তুই?  
অন্ধকারে দেখতে না-রি দেখনা 'পুঁটি' 'জুঁই'।


কেমন কেমন ঠেকছে দেখে ওর দুটি চোখ,
মুখেতে নেই সাড়া শব্দ লেগেছে বুঝি ভুখ।


খাবার কিছু আছে রে পুঁটি দে না ওরে খেতে,
কতদিন যে খায়নি ও দিনে কিবা রাতে।


দেখ রে জুঁই, আছে কি রুই? ঐ রান্না ঘরেতে,  
কতকাল খায়নি রে মাছ আসে নি বাড়িতে।    


হাড়িতে আছে পান্তা ভাত সঙ্গে দে রে দই,
ভরবে ওর পেট টা আজ; বলনা, যুগল সই।


কপালটা ওর ভালো রে ছিলো ঘরেতে খাবার,
কদিন ধরেই লকডাউনেতে নেই উপায় বাইরে যাবার।  
  
এসেছে কবেই করোনা ঠেটি নেই তো ফেরার লক্ষণ,
এদিক ওদিক ঘুরছে কেমন করছে কত কে ভক্ষণ!


কালো মেনির মতো আজ ঘুরছে কতশত বাইরে,  
কতদিন যে খায়নি ওরা বন্ধ হোটেল একনাগাড়ে ।


বলছি তাই তাকাও সবাই পায় যেন দুটো খাবার,
অবলা সব ঘুরছে হেলায় ভাবো সবাই একবার ।