লিখে দিওগো চিঠি একটা
থাকে যদিবা আমায় মনে,
লিখবো ফির মনের কথা
হয়েছিল যা তোমার সনে।


প্রথম দেখা সে দিনটাতো
আজো চোখেতে যায় যে ভাসি,  
খুশিতে ভরা মুখে তোমার
ছিলো দারুণ মিষ্টি হাসি ।  


হাসিতে ভরা  মুখ তোমার  
আজও কাছে আমায় টানে,
কাজল কালো দুখানি চোখ
আছে আঁকা ঐ মুখ পানে।


হঠাৎ হলো কি নেই জানা  
কোথায় গেলে একাকী চলে?
মাঝ রাতেতে উঠে দেখি যে
গেছো আমায় ঘরেতে ফেলে।


কোথায় গেলে কেনই গেলে
বুকেতে নিয়ে কি বড়ো আশ?
আমি একাকী জ্বলে মরছি
করছি শুয়ে এপাশ ওপাশ  ।


হৃদ জুড়ে উথাল-পাথাল    
কোন সে ঝড় এলো যে উড়ে,
পাবো তোমায় ফিরে আবার
পারবো কি ধরতে বাহুডোরে।


হাস্নাহেনা ফুল গাছটা
মুখ পানেতে আছে যে চেয়ে,
গন্ধে সেতো মন ভুলায়    
আমায় আজ একাকী পেয়ে।


ফুলের ঘ্রাণে হয়ে মাতাল  
ভাবনারা আসে উড়ে উড়ে,
চৌদিকে খুঁজে ফিরি তোমায়  
বুকটা আমার হু হু করে।