পাখির চোখ করে যারা
আছিস ঘরে বসে,  
বাইরে এসে দেখরে তোরা
যাচ্ছে তারা খসে।  


কত তারা উঠলো জ্বলে
হিসেব কিছু তার নাই,
কার ঠিকানা কোথায় লেখা
খুঁজে নাহি তো পাই।  

সন্ধ্যা হলে তাকিয়ে থাকি
যায় যতদূর দুচোখ,
মাঝে মাঝে পাই যে দেখা
আশায় ভরে এ বুক।    
  
পয়সা দিয়ে যায় যে পাওয়া
কিনবে কেউ কি তারা?
তারার কদর এতই যে কম
দেয়না কেউ তায় সাড়া।


অচল তারা কিনে কারোর
হবেনা বিশেষ লাভ,
দেবেনা আলো কোন কিছু
বাড়াবে শুধু তাপ।  


মাকাল ফল আর অথৈ জলের
নেইকো তেমন গুরুত্ব,
আলোহীন তারারা সব আজকে
হারায় আলোর মাহাত্ম্য।