গন্ধ পেলেই নেবে লুটে
শম্পা ঘোষ
তত্ত্বটা পুরানো
দাঁত কাটে যাবো কি
তার চেয়ে ঘরে বসে
ভালো করে খাবো কি?
বাছা আমার ধূর্ত
গন্ধটা শুকছে
রোদেতে পিট দিয়ে
জোরে জোরে ধুনছে।
পিংপং বল ছোটে
টেবিলে ধাক্কা
তাড়াতাড়ি স্কোর করো
না হলে ফক্কা।
ব্যাট হাতে বল নেই
মাথা তাই চুলকোই
বল ছাড়া ছক্কা
মারবোই মারবোই।
ঝাঁজ আছে পেঁয়াজের
বাজারে যে শূন্য
রাঁধবোটা কি দিয়ে
মন বড় ক্ষুন্ন।
হিং দিয়ে কাজ চালাও
মাংসটা নিরামিষ
মশলাতে নেই ত্রুটি
করে নিতো কিছু মিস।
ধার করা জিনিসে
নিজেকে সাজালে
ব্যানপাটি ভাড়া করে
জোরে জোরে বাজালে।
নকলের নখ আজ
ভরে গেছে ফ্যাশানে
ফুটপাথে বিক্রি
হয়তো বা রেশনে।
বাজিমাত করতে
উঠে পড়ে লেগেছে
দেখানোর শখটা
মনে মনে চেগেছে।
দমকলের জল তোলে
কাদাগোলা ঘোলা জল
শুকনো জমিটা
শুষে নিয়ে পায় বল।
ঝুনো ধরা ধুঁদুলে
গাটাকে রগড়াও
ছাল তুলে মুছে ফেলে
অন্যকে পাকড়াও।
*********
******
****
*
ভারী সুন্দর,
আছে অনেক গভীরতা
ভরলো অন্তর।
ভালো লিখেছেন প্রিয় কবি। ভালো থাকবেন সবসময়।
" নিরামিষ মাংস " এ শুধু কাব্য ভাবনা নয়, অনেক বাড়িতেই এমন হতে দেখেছি।
বিশেষ করে মাংস যদি বলির হয়।
বুঝতে পারি না - দেবী জ্যান্ত পশুর রক্তে সন্তুষ্ট হন, অথচ পেঁয়াজে আপত্তি !
খুব সুন্দর উপস্থাপনা। আন্তরিক শুভেচ্ছা রইল বোন।
একেবারে পরিপাটি
মন ছুঁয়ে যায় মুগ্ধতায়
ভালো লাগা ও শুভেচ্ছায়
লিখেছি মন্তব্যের পাতায়।
শুভেচ্ছা অফুরান
ভালো থাকো সবসময়।
যায় যদি চালানো
পিয়াজের ঝাঁঝটাও
হয় যদি আলানো!
কি আর যাবে করা
রাগ করে হবে কি?
পেয়াজের দামটা
সারাক্ষণ রবে কি?
দিদিভাইয়ের লেখায় সত্যিই জাদুকরী ছোঁয়া আছে
পাঠকের মনকে আকৃষ্ট করে। হেমন্তের নবান্নের
শুভেচ্ছা প্রিয় দিদিভাইকে। ভাল থাকুন সুস্থ থাকুন।
শুভেচ্ছা রইল কবি
শুভ সন্ধ্যা ।
মুগ্ধতা রেখে গেলাম পাতায়
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সবসময়।
এতে নাই এক ফোঁটা লাজ!
ধার করে করি তাই বেপরোয়া সুখ ভোগ,
পাছে ফিরে দেখি যেই, already লেগেছে রোগ ।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা ও ভালোবাসা রইল নিরন্তর দিভাই ।
সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষণ ।
সময়ের ভিরকুটি,
পিঁয়াজ ছাড়াই না হয়
আনাজটা যাও কুটি।
সুন্দর রূপকের সমাবেশ কবি।
অসাধারণ
ভাল থাকবেন প্রিয় কবি।
ঘটনা ভরা বিচিত্র ।
অপূর্ব কাব্য ।
সুপ্রভাত, অশেষ শুভেচ্ছা, ভাল থেক সদা, প্রিয়কবি ভগিনী ।
শুভেচ্ছা জানবেন ,কবি।
ভাল লাগল,
ভাল থাকবেন প্রিয় কবি।