গন্ধ পেলেই নেবে লুটে
শম্পা ঘোষ


     তত্ত্বটা পুরানো
দাঁত কাটে যাবো কি
তার চেয়ে ঘরে বসে
ভালো করে খাবো কি?


   বাছা আমার ধূর্ত
    গন্ধটা শুকছে
রোদেতে পিট দিয়ে
জোরে জোরে ধুনছে।


  পিংপং বল ছোটে
   টেবিলে ধাক্কা
তাড়াতাড়ি স্কোর করো
   না হলে ফক্কা।


ব্যাট হাতে বল নেই
মাথা তাই চুলকোই
  বল ছাড়া ছক্কা
মারবোই মারবোই।


ঝাঁজ আছে পেঁয়াজের
  বাজারে যে শূন্য
রাঁধবোটা কি দিয়ে
   মন বড় ক্ষুন্ন।


হিং দিয়ে কাজ চালাও
  মাংসটা নিরামিষ
মশলাতে নেই ত্রুটি
করে নিতো কিছু মিস।


  ধার করা জিনিসে
  নিজেকে সাজালে
ব্যানপাটি ভাড়া করে
জোরে জোরে বাজালে।


  নকলের নখ আজ
ভরে গেছে ফ্যাশানে
   ফুটপাথে বিক্রি
হয়তো বা রেশনে।


  বাজিমাত করতে
উঠে পড়ে লেগেছে
  দেখানোর শখটা
মনে মনে চেগেছে।


দমকলের জল তোলে
কাদাগোলা ঘোলা জল
  শুকনো জমিটা
শুষে নিয়ে পায় বল।


  ঝুনো ধরা ধুঁদুলে
  গাটাকে রগড়াও
ছাল তুলে মুছে ফেলে
অন্যকে পাকড়াও।


*********
   ******
     ****
        *