সংসারই আসর
শম্পা ঘোষ
হাজার আবেগ
ও আবেশের মূর্ছনা
স্মৃতিরা বুকে দেয়
কত মোচড়
কলম করে চলে
শুধু নানা রচনা
আধুলিতে ভরে রাখো
বর্তমানের কোঁচড়
না দেখা স্বপ্ন নিয়ে
করে যাও অর্চনা
ভাবনার গায়েতে
দাগ কাটে আঁচড়
মনের আকাশে
ভরে যাক জোছনা
দেখতে দেখতে
কেটে যাবে তিন প্রহর
রাতের শেষ বেলায়
আর কিছু ভেবোনা
উপভোগ করো শুধু এই আসর।
************
********
*****
**
*
মন ভরে গেল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
জীবনের বাসর।"
দারুণ জীবনমুখী কবিতা প্রিয় রবিবর।
সুন্দর উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা রইল বোন, ভালো থেকো নিরন্তর।
মনকাড়া***
মনের গভীরে ছুঁয়ে গেল।।।।।
শুভেচ্ছা জানাই প্রিয় বরেণ্য কবি। ভাল থাকবেন সর্বদাই.....
তা বলে কি সব কথা যাব ভুলে?
ভাল থাকবেন।
হৃদয়ের কাব্যাকাশে
সেজে ওঠে শব্দ খেলা
বয়ে যায় সারাবেলা।
সুন্দর অনুভূতি কবিবন্ধু
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
সুস্থ থাকুন সবসময়।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
শুভেচ্ছা অনন্ত।
আমরা সদাই করি তাই সাধনা । "
প্রিয় কবিকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই ।
ভালো থাকুন , সুস্থ থাকুন ।
শুভ সকাল ।
নতুন করেই সাজাও আসর।
শুভেচ্ছা অনন্ত।
পাঠে আনন্দ পেলাম
ভালো থাকবেন প্রিয় কবি সর্বদায়।
মুগ্ধ হলাম
ভালো থাকবেন