সময় ও সুখ (26-09-2019)
রণজিৎ মাইতি
--------------------
সময় কেটে যাচ্ছে মানে এই নয় যে দুই-য়ে দুই-য়ে চার হবেই
সুখের সংজ্ঞাও বড়োই বিচিত্র
অথবা দুঃখ নিয়ে আমি যা ভাবি তোমার ভাবনা ঠিক তার বিপরীত

বরং চাকচিক্যের আড়ালে দিব্বি বেঁচেবর্তে থাকে অমাগৃহ
কোথাও কোথাও ফল্গু এতোটাই অন্তঃসলিলা
খুঁড়ে খুঁড়ে পাই না হদিস
এই আছে এই নেই দ্বন্দ্বে দ্বন্দ্বে সময়ও একদিন চিনতে পারে না প্রকৃত সময়