যাপিত জীবন ভরা সুখে আর দুখে,
যোগ বা বিয়োগের ফল বাজে বুকে,
তবুও সেগুলোর সব শূন্য পরিনাম।


গুনেভাগে জীবন স্বল্প; তবু চলমান,
উদাত্ত কণ্ঠে একতার কথাও বহমান,
মানসাঙ্কে দহনের তীব্রতা বেশ চলে।


তবুও মহাশূন্যের একটি ভাগ পেলে,
স্থিরপ্রজ্ঞ 'চুড়ান্ত প্রাপ্তি' সেটাকে বলে।
সেখানেই অসীম রাখে জীবনে চরণ।


অন্যথায় দিশেহারা মনে বৃত্তে ভ্রমণ।