"ছিন্নমস্তা আয় দেখি মা বিভীষনা মূর্তি নিয়ে..."


সাধকের কল্পনায় যা ছিলো,
কেমন যেন সত্যি হয়ে গেল।
কালান্তক ছোবলে বড় বিষ,
আজও ধরা কাঁপে অহর্নিশ।


চমকে উঠি, কোথায় ছুটি?


জীবনটা কত বা গুছিয়ে রাখি?
চোখে যদি মুক্তির ছবি দেখি,
খবরেতে বাড়ছে মৃত্যুহার...
কিভাবে করি কিছুটা উপকার!


হতাশা ঘেরে, জীবনটারে!


গণিতে খুঁজে পাই সে তালাচাবি,
বাঁদরের তেলতেলে বাঁশ ভাবি,
পাঁচ লাফ উঠে তিনেতে পিছোই!
আশার আশায় কিছুতো এগোই।


চরৈবেতি,  নেই তো ক্ষতি।