বাজপাখিটা মাঝ আকাশে উড়ে চলেছে,
হাতের বিষাক্ত নখগুলো বিদ্রুপ জানায়,
এতটুকু ছোঁয়াতে ধ্বংস আবার ব্যবিলন,
প্রতিদিন চিত্র আনন্দের আতংক পর্দায়,
আর স্বপ্নালু নয়নে ওই আনাচেকানাচে।


আজকের এই ছবি রঙ বদলাবে, জানি।
আবারও অশনিসংকেত, নতুন সত্যজিৎ,
অনাহারি কঙ্কালসারের 'ফেন দাও' ডাক,
বাজের সেই উড়ে চলার পথ অসীম ছুঁয়ে,
সসাগরা ধরিত্রী অমৃতলোকে বেশ বিস্তৃত।


হয়তোবা কঙ্কালেই গজাবে দুব্বোঘাস...