১) জোকার


মানুষ দেওয়া বিষ দৃষ্টির পাশে,
ব্যথা ভুলে দেখো জোকার শুধুই হাসে।


২) মন্দ ভালো


অনুভূতির দোলায় মন কাঁদে,
অনুভূতির ছোঁয়ায় বুক বাঁধে।


৩) ইতিহাসে


আজকের মানবতা,
পুরাতনী ছেঁড়াপাতা।


৪) কিংকর্তব্যবিমূঢ়


কবিকলম কাঁপলে ভয়ে,
বন্দীদশা জীবন জয়ে।


৫) প্রেরণা


চেতনার স্বপ্নে মন,
খুঁজে নেয় স্ব-জীবন।


৬) কর্মফল


মাটির জীবন মাটিতেই যাবে,
কর্ম থাকলে কিছু ফল পাবে।