একবার যখন দৃশ্যেরা গেঁথে যায়,
নিতান্তই অন্তঃপুরে,
দরকার কি তাকে উচ্ছিষ্ট করবার?


যতবড় শিল্পীই তুমি হও না কেন,
কৃত্রিম অক্ষরজালের থে‌কে তার দূরত্ব,
নিত্য নিয়মিত হওয়াই বাঞ্ছনীয়।


সেই তো একটানা,
ফুড়ুত ফুড়ুত চড়ুইয়ের লাফ ঝাঁপ,
কিছুটা ক্ষুদকুড়োয় থাকা দৃষ্টি ...


পাশাপাশি ভেবে দেখো,
খালপাড়ে সাদা বকটার পায়ের মানচিত্র!
সেটা কিন্তু গেঁথেই যায়, দূর সীমানায়...