আকাশ আলো, বাতাস চেতনা, জীবন জল,
তোমার উদার আশ্রয়ে পেতে পারে ভেবেই,
জন্মেছিলো একদিন  নধরকান্তি দেবশিশু...


স্বমহিমায় বেড়েছে আগাছা হয়ে গাছকন্দরে,
পূর্ণতা দিয়েও তাকে তুমি নিঃস্বই করেছিলে।
জানতে যে,কোনকিছু চিরস্থায়ী হয়না কখনো...


যাঁতাকলে নিষ্পেষিত করে ও দেহরস শুষে,
তার শৈশবকে ফলেফুলেই ভরেও একদিন,
শেষমেশ কঙ্কাল করেছিলে, নিজের হাতেই ...


জীবনের আরও একনাম সত্যিই কী মরণ,
না কী মরণের অন্য আর এক‌ নাম জীবন,
অনেক হিসেব কষে তা বুঝিনি জীবনভোর...


তবু শিশু জন্মায় আর কঙ্কালও হয় একদিন,
নিত্য নিয়মিত এটা যাদুকরেরই খেলাঘর?
জানিনা হয়তোবা বন্ধ হবে মর্গের দুয়ারও...