এখনও রঙ্গমঞ্চে কত কুশীলব!
যুদ্ধের তৎপরতা চিকিৎসকের,
তবু চাপানউতোরে ঘাটতি কই?
সবাই নাকি মাতৃমন্ত্রে দীক্ষিত।
লড়াইটা বিজ্ঞানে সীমাবদ্ধ নেই।
আচার বিচার ইঁট পেতে বসে...


চলতি গন্তব্যও দ্রুত বদলাচ্ছে,
ক্ষেতশস্য বন্টন ঠিকই চলছে,
অবশ্য প্রয়োজনীয় বলা যায়।
দুর্ভাগ্য!পূরণের চাবিকাঠি বন্ধ,
তাও স্বাভাবিক,দোষী কেউ নয়,
ঘাটতি বাড়ছেই নিয়মমাফিক...


ঘাটতি অর্থনীতির এ বিশ্বজুড়েই,
সব সামাল দিয়েও, চলতে হবে,
শুধু কুশীলবগন নিজ দ্বন্দ্ব ছাড়ুক...