মন কঠিন, তরল না কি শুধুই বায়বীয়?
অনেক ভেবেও কখনও উত্তর মেলেনি!
অনুভবের রূপগুলোকে বারবার দেখা,
জীবনে পদক্ষেপে যেন আর শেষ নেই,
হার্ডেল রেস...


রূপান্তর হঠাৎ মনে এক অভিনয় মঞ্চ,
কাউকে ভালো লাগলে সুরে সুরে এক।
যদিও নিশ্চিত পথচলায় তফাৎ অনেক-
তবুও আঁতিপাঁতি খুঁজে মিলই বার করি।
মতির তরলতা...


অমিল খোঁজে মরুভূমিতে বেড়াতে যাই,
কাছে থাকার ইতিহাসেই যন্ত্র‌ণার কাঁটা !  
মন কঠিন হয়ে একদম বরফ, গলে না।
গতি কিন্তু তার কম নয় কূল থে‌কে দূরে-
টাইটানিকে শিলা...


বায়বীয় রূপই বোধহয় সেরা ভয়ংকর!
উড়ে উড়ে আর ঘুরে ঘুরে আকাশে বৃষ্টি,
ওই ঝোড়ো হাওয়ায় উড়তে না পারলে -
আকাশগঙ্গা! আবারও কেউ কারো নয়।
অস্থির মতির রূপ ...


ভুলেই গেছি মুষ্টিবদ্ধ হাতে তালি বাজে না।