ইছামতীর কাছে
মনটি বাঁধা আছে
প্রতি বছর শীত এলেই
বুকটা আমার নাচে।

ইছামতীর পারে
প্রতি ঘরে ঘরে
স্বজন আমার আছে সবাই  
ডাক দিয়ে যায় মোরে।

ইছামতীর স্বপ্ন তরী
ভেসে বেড়ায় আশা ভরি
সোনার বাংলাদেশে ঘাটে
মন দিতে চায় পাড়ি  

নদী ইছামতীর কূল
শত আবেগে টুল টুল  
আয় বন্ধু আমার পারে
নাহয় পথটি করে ভুল।