অভিমান করে তুমি, চলে যদি যাবে আড়ালে,
বাসলে কেন এত ভালো, কেন বা হাত বাড়ালে?
ভুলটা ছিলো কোথায়? বুঝতে পারছি না আমি,
আমার কাছে তো ছিলে তুমি, সবার চেয়ে দামি‌।
সন্দেহ হয় আমার, বেসেছো কি সত্যিই ভালো?
একি প্রেম নাকি ছলনা, কেড়ে নিলেই যে আলো।
চোখে দেখি যে অন্ধকার, যতদূর যায় দৃষ্টি,
শুষ্ক মনের মরুভূমিতে, নামে না আর বৃষ্টি।
অভিমান কি তোমার হয়, আমার কি হয়না?
তোমার ভুল করি মাফ, আমারটা তো সয়না।
আগলে রেখেছিলাম তোমাকে, সয়ে শত কষ্ট,
মিথ্যা অজুহাতে হারালে, জীবন করলে নষ্ট।
অভিমান আর ভাঙলো না, ফিরেও আসলেনা,
করলেনা আলোকিত মন, ভালোও বাসলেনা।
হারিয়ে যেতে চায় যে, আটকাবো না আমি তাকে,
খুশি হোক পেলে সে, সত্যিকার ভালোবাসে যাকে।


--------------------------------------------
**কৃতজ্ঞতা জানাই এই আসরের শ্রদ্ধেয় কবি ঠাকুর বিশ্বরাজ গোস্বামীকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।


**সর্বোত্তমমিল সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।