এতো ধূসর, এতো অন্ধকার
চোখে চোখে -এই দিন
নীরবতা বাতাসে ভর দিয়ে শুয়ে
পৃথিবীর সব আলো মুছে দিলে
অজানা  আতঙ্ক


তোমার বিকট হাসিতে মানবমন
স্তব্ধ অস্পষ্ট  আঁধারে


ধীরে ধীরে  সূর্য  ডোবে
কলমীর সরবরে


চোখে  চোখ। শুধু  অন্ধকার
জেগে ওঠে  দেখি


প্রতিটি  মানুষের  শরীরে  
তোমার শরীরীর
হলুদ  রঙ আঁকা।