তুমি এমন করে হঠাৎ চলে যাবে-
আমি কখনোও স্বপ্নেও ভাবিনি,
একদিন হয়তো হবে দেখা কিনা জানিনা
তবুও মন থেকে আশা ছাড়িনি।
বৈকালের সূর্য ডুবে নেমে আসে আঁধার,
কল্পনার রাজ্যে ভাবনা জমে পাহাড়,
আকাশে বাতাসে কষ্টের প্রতিধ্বনি,
বলতে পারো,কিভাবে দিন কাটে আমার।
বন্দি পাখির মত ছটফট করে কি-
সুখের ঠিকানা খুঁজে পাওয়া যায়-?
কেউ কি সুখ পেয়েছে ভীষন্নতায়,
কেউ কি আনন্দ খুঁজে পেয়েছে নীরবতায়।
জীবনে চলার পথে যদি দেখা হয়ে যায়,
ভালবাসার চোখে দেখো আমি আছি
এখনোও শুধু তোমারি অপেক্ষায়।
বিবেকের কাছে আমি হেরে গেছি ঠিকই
তোমার কাছে আমি হারিনি,
কষ্ট পেয়েও নীরবে দাঁড়িয়ে রয়েছি,
চলে গেছ তবুও ফেরাতে পারিনি।
তোমার ভালবাসা কেড়ে নিল সব সুখ
সুখী হতে আমাকে কখনো দিলনা,
স্বপ্নেও ভাবতে পারিনা ভুলে যাবে,
এমনতো কখনোই কথা ছিলনা।
যাক জীবনের বাকী সময়টা ভাবনা-
আর অপেক্ষাতেই না হয় কাটিয়ে দেব,
যদি নাই আসো কোনদিন তবে-
তোমার দেওয়া কষ্টতেই সুখ খুঁজে নেব।