মানুষ ধরণী পরে বিধাতার তৈরি শ্রেষ্ঠ এক সৃষ্টি
এক বাবা-মা হতে আসিয়া হেথা ছড়িয়ে পৃথিবী
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান আরও বহু জাতি  
ধর্ম-বর্ণ-গোত্র ভেদে আজকের এই মানবজাতি
মানুষের জন্ম বিধাতার হাতে নেই যেখানে কর্তৃত্ব  
তাঁর ইচ্ছায় আসিয়া মানুষ, নানা জাতিতে বিভক্ত
কবে কোথায় জন্ম হবে কার এটা যেমন নির্ধারিত
তেমনি জাতি-ধর্ম-বর্ণ-গোত্র এটাও তাঁর ইচ্ছা মত
অহংকার বৃথা বর্ণ-গোত্র নিয়ে বরং চরম মূর্খতা
মানুষের পরিচয় মনুষ্যত্বের, থাকে যদি মানবতা ।


পশুরা ও সৃষ্টি তবু না মানুষ, কারণ তারা বিবেক হারা
মানুষের আছে বিবেক-বুদ্ধি, তাই তারা সৃষ্টির সেরা
মানুষ-পশু এক না কভু, তবু কেন মানুষ পশুর মত
ব্যবহারে-কর্মে পশুকে ছাড়িয়ে, পশুরা ও আজ লজ্জিত
পশুরা করে না অকারণে হামলা, একে অন্যের উপর
নিজের নিরাপত্তায় যতটুকু, নইলে রক্ষা করে কে তার
বিবেক-মনুষ্যত্ব-শ্রেষ্ঠত্ব হারিয়ে, মানুষ হয়েছে মহা দানব
হত্যা, জুলুম, নিষ্ঠুর কাজ, ঠাণ্ডা মাথায় যারা করে সব
সৃষ্টির সেরা কখনও পারেনা, নিজেকে দিয়ে নিষ্ঠুর খেলা
তা’ নাহলে আর মানুষ-পশু, এই তফাত টাই যেন বৃথা ।।