ক্লান্ত দুপুর শেষে ভেঙ্গে পড়া বিকেল
ঘুম জাগা প্রগলভ ইচ্ছেগুলোর সমাহার
দিন কাটে ইস্পাত রাস্তার দেহে
ডানা ভাঙ্গা পাখির আর্তনাদের সুর ভাসে কানে
এসবই আমার বর্তমান


এক নারী থেকে ফিরে আসি
ভিন্ন নারীতে
প্রেম নয়, দেহ নয়, যৌনতার সুখ নয়
এমনকি ভালোবাসাও নয়
ভিন্ন এক আকাঙ্ক্ষার জাগরনে আমি কিছু একটা খুঁজি।


আত্মার বারান্দায় মেঘ ডাকলে
ছুটে চলি
সকালের স্নিগ্ধ পরশের আশায়;
জমজম কূপের জল পান করে
ধ্যান সাধনা গেথে রাখি হৃদয়ে।


এক জীবন ভেসে যায়
দীর্ঘ এক বেদনার স্রোতে;
কম্পিত আকাঙ্খা পোড়ে
ডুবন্ত সূর্য্যের ম্রিয়মান তাপে;
অপেক্ষা; আমি তখনো অপেক্ষায় থাকি।


বিষন্নতার প্রান্ত থেকে
মাঝে মাঝেই ফিরে এসে দেখি
সুন্দর এক পৃথিবী, ভোরের বাতাস বইছে অবলীলায়
ফিরে যাই নিজ ভুবনে
আমার আর ফেরা হবে না সেথায়।


কাথি, মেদেনীপুর, ভারত
আগষ্ট ১৪, ২০২২, রাত ১২টা