হাত আছে।
কাজ আছে।
ভাত আছে।


তবু-
চোখ চেয়ে থাকে বিষণ্ণতার পানে,
কান শোনে বাঁশির করুন সুর,
নাক শোঁকে দুর্গন্ধ ভরা ডাস্টবিন,
জিভ চাটে সমুদ্রের নোনা জল,
আলপিন নৃশংস ভাবে বিদীর্ণ করে ত্বক...


প্রদীপের শেষ আলো কবে শেষ হয়ে গেছে-
তার গা দিয়ে হতাশা রেড়ির তেল হয়ে গড়িয়ে পড়ে।
খবরের কাগজের পাতায় লেখা সন্ধান চাই:
সফলতা আজ নিরুদ্দেশ!