বাবা মায়ের আদরের ধন
জ্বলজ্বলে এক আলো
সবার মাঝে ছিলো আবরার
মেধায় অনেক ভালো
স্বপনে ছিলো রঙধনু-রঙ
আকাশ ছোঁয়ার সাধ
টুটে গিয়েছে ভেঙেছে ওরাই
সম্মুখে সেধেছে বাধ
কোলে চড়িয়ে প্রিয় বাবা চাচা
হাসিতে মেটাতো সাধ
এখন তাদের ভিজেছে নয়ন
খাটিয়া-হাতলে কাঁধ
ছোট্ট বেলায় ছিলো আবদার
এখন এসেছে লাশ
মুখোশ পরে মানুষ সেজেছে
ভিতরে পশুর বাস
ক্ষমতা-দম্ভে ওদের মগজে
ভয়ানক অভিলাষ
মানুষ রূপে মানুষের সাথে
পশুদের বসবাস ।


ফিরোজ, মগবাজার, ০৮/১০/২০১৯