এ কোন রুদ্র  বৈশাখ ?
প্রকৃতির থেকে রাষ্ট্র তেতে আছে বেশী
মানছে না এই করোনা ছোবল, পবিত্র রমজান।
জানতে তো চাই:
প্রকৃতি আর রাষ্ট্রের, এমনতর খেলার
কোনদিন, হবে কোনদিন অবসান ?
*
এ কোন গ্রীষ্মকাল ?
গোটা রাষ্ট্র হিরক রাজার দেশ
লেখা পড়া সব শেষ
কাজহীনতায় অনাহারে কাটে কাল
টাকা পয়সা খাদ্য বস্ত্র চিকিৎসার নাই লেশ।
*
রাষ্ট্র তোমার এ কোন রুদ্ররূপ !
কোনমতেই সহ্য হয়না বিরোধিতা বিদ্রূপ
মালিক হইয়া শ্রমিকের ওপর এ কোন অত্যাচার
করিনি মিথ্যাচার
নিশ্চয়ই জেনো মহান স্রষ্টা সইবে না অবিচার।
*
এ কোন অন্ধকার, শুনে রেখো চিতচকোর
রাত্রির শেষে পূবের আকাশে ফুটবে আলোর ভোর।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,