২৬/০৪/২০১৯,  রাত – ৮-০০টা  

বৈশাখের  তাপদাহ


বৈশাখের খরতাপ
দেশ জুড়ে সূর্যের  তীব্র তাপদাহ
যেন আগুনের কুন্ডলীর মাঝে
আবদ্ধ  অসহায় দগ্ধ  জীব ।


বাতাসে প্রচন্ড অনল শিখা
ভ্যাপসা দহন জ্বালায় হয়েছে মরণ  
ভোর থেকে গভীর রাত
নগর থেকে গাঁ, ক্ষেতের মাঠ থেকে রাস্তাঘাট
সবখানে শুধু গরম আর উত্তাপ
খরতাপে ছটফট করছে সব প্রাণি ।


অনেক দিন নেই কোন বাতাসের ধমকা হাওয়া
আকাশে নেই কোন বিদ্যুৎ চমকানি
শীতল হাওয়ার আভাসও নেই কোনখানে  
মেঘ যেন হারিয়ে গেছে কভূ
বাতাস আর মেঘের শীতল ছায়া ছাড়া কী
পথিক ও তপ্ত জীবনের জুড়ায় মন-প্রাণ !


মানুষ ক্ষণে ক্ষণে প্রহর গুণছে
একটু মাতাল হাওয়া ও বৃষ্টির আশায়  
হয়তো তখন পাবে স্বস্তি
জাগবে সবাই বাঁচার নেশায় ।


অল্প নীরে ছোট ছোট মাছ গুলো
মার্তন্ডের তাপে যেমন ছটফট করে
তেমনি  ধরাধামের বাসরত প্রাণিকুল
গরমের তান্ডবে কূলে করছি ছটফট ।


গভীর তৃষ্ণায় প্রাণ ফেটে যায়
সবকিছু ছেড়ে শুধু বরফবারি  পান চাই
ইচ্ছা  হয় এক চুমুকে নিঃশেষ করি
এক নদী জল
দুনিয়া ছেড়ে চলে যাই এখনি
গহীন সাগরের অতল ।


গাছপালা, তরুলতা, ফুল, ফলের গোটা
সব গেছে শুকিয়ে
দিগন্তের যে দিকে আঁখি মেলে তাকায়
বহ্নিশিখার মরীচিকার ঝিলিক দেখতে পায়  
তীব্র দাবদাহে সমস্ত  জীব ও জন জীবন
অসাড় ভাবে রয়েছে গুটিয়ে  ।

শরীফ নবাব হোসেন ।