১৩/০৫/২০২০ ইং , সময় – রাত – ১১-৩৫ মিনিট

(এ কয় দিনের প্রচণ্ড  অসহনীয় গরমের তাণ্ডব উপলব্ধি করে
আজকের কবিতাটি লিখা )

গরমের   ছড়া

বৈশাখের শেষ
জ্যৈষ্ঠের আগমন
চারিদিকে চলছে
ভ্যাপসা গরম ।

প্রচণ্ড  গরমে
সবাই নাকাল
দ্রুত পাকছে
আম ও কাঁঠাল ।

শ্রমিকের অতীব শ্রমে
যায় জান-প্রাণ
হাটতে, বসতে , খেতে
ঝরছে শুধু ঘাম ।  

প্রচণ্ড  পোড়া গরমে
খেয়ে না পায় সুখ
একটু  বেশী খেলে
হয় পেটের অসু্খ ।

ঘামেতে  ব্যবহার
ঘামাছি  পাউডার
ঘর্মের  গন্ধে
জীবনটা  মার্ডার  ।

একটু উচতে বাইলে
মনে হয় পর্বত
ইচ্ছে হয় শুধু
পিয়ায় ঠাণ্ডা শর্বত ।

লকডাউন মাঝে
অসম্ভব গরম
বন্দী  ঘরেতে আবদ্ধ
হয়েছে অসহায় মরণ ।

বৈশাখ  জ্যৈষ্ঠের
তীব্র দহন খরা
প্রকৃতির সবকিছু
হয়ে গেছে মনমরা ।

দূর দিগন্তে তাকালে  মরীচিকা
মরুময় বহ্নি  শিখার ঝিলিক
অজানা আশংকার ভয়ে
হৃদে বাজে মৃদু ক্লিক  !

এমন সময় একটু  যদি
শীতল  বাতাস বহে  
স্বস্তিটা পায় তবু
প্রাণে যে তা সহে ।

আকাশেতে এ সময় ভাসতো
ঘন কালো মেঘের ভেলা
বায়ুমণ্ডল শীতল হয়ে
মিলতো প্রাণে শান্তির  মেলা ।  

শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ি , দেওয়া্হাট , চট্টগ্রাম । ।