অবহেলায় অমান্য করি
থাকলে পরে নাহি বুঝি।
আলো বেচি কালো কিনি
সবাই মোরা হারিয়ে খুঁজি।
রাত জেগে তারা গুনি
স্নিগ্ধ ভোরে ঘুমে মজি।
সারা দিন খুড়িয়ে চলি
সন্ধ্যা হলে দৌড়ে মরি।
অকারনে কত যে লিখি
নাম দস্তখতের কালি কই?
চাঁদের কাছে আলো খুজি
সূর্যের প্রতি অকৃতজ্ঞ হই।