আমি হতে চাই কবি, সেই কবি, যার নাম শামীনুল হক হীরা।
শব্দের বস্তা কাছে টেনে এনে, খুলে দিলাম সব গিট্টু গিরা।
বউকে ডেকে বললাম, কবিতা লিখবো, বাপের বাড়ী যাও মীরা।
প্রণোদনার জন্য রেখে দিলাম কাছ ঘেষে, সুনীলের নীরা।
তার খোঁপায় গুজে দিলাম, রক্তরাঙা দু’খানা ফুল কৃষ্ণচূড়া।
এরপর পান করে নিলাম শুদ্ধ পানি মিশ্রিত জিরা
আরো মুখে দিলাম, মায়ের ঢিবে থেকে কয়েক দানা কালিজিরা।
তারপরে নিজেই ছিলে, লবন দিয়ে খেয়ে নিলাম আস্ত এক ক্ষীরা।
চুলকে উঠেছিলো কেন যেনো হঠাৎ বুকের রক্ত শিরা - উপশিরা।
চিন্তা মাত, এত খানাপিনা, আফটার ইফতার, হে কবি হীরা।
করোনা মাঝে, রোজাদারের, কত যে আরো পীড়া।
এই রমজানে শক্ত রোজায় সওয়াব হবে আরো দ্যুতিময় হীরা।
বন্ধ করেছি, যত আছে বেয়াদপি, যত বেইজ্জত ক্রীড়া।
মাটির আঁধারে পুঁতে ফেলেছি যতরকম আছে নাছোড়বান্দা ব্রীড়া।


কবি হীরার ফরমেট ভালোবেসে, লিখেছি কবিতা, কাটছি কিরা।
ভালো না লাগলে একবাক্যে বাতিল করে দিন কাব্য আমোদিরা।
এই কবিতার পরে অখাদ্য গদ্যকাব্যে নির্ধারিত আবার আমার ফিরা।
তবে এই কবিতার ঢু’ষে, বড় হলো মোর কাব্যচিন্তার পরিধিরা।
আবারো ধন্যবাদ হে আমার প্রিয় কবি শামীনুল ঝকমকি হীরা।
এ কাব্যে বার্তা নেই, তবে আছে জিরাপানি, কালিজিরা আর ক্ষীরা,
আমার বউ মীরা, হৃতপ্রেমিকা নীরা, দু’খানা কৃষ্ণচূড়া,
আর প্রিয় “আমি ভালোবাসি” কবিতা, রচিলেন কবি শামীনুল হক হীরা


আর আছে একখানা ছোটো বাণী
কারো কবিতা পড়ে প্রাণিত হয়ে
পরদিনই
বা কিছু পরেই
যদি লেখো বন্ধু কবিতা
দুঃখী কবি চোখ দেখে যদি স্পষ্ট ছায়া
অনুরোধ করি, সেই কবির স্মরণে
কবিতার শেষে তার নামে রেখো কৃতজ্ঞ পাদটিকা।


তাহার পরেও আরো একটি বাণী
কবিতা পড়েই করতে হবে
দয়া করে মন্তব্যখানি।
না হলে নয়, যেন কবির উপকার হয়।


(১২.০৫.২০২০)


(চারবার হলো! একমাত্র জনপ্রিয় কবি তাওহীদ তালুকদার তার “পণ্ড কাব্য” কবিতায় কৃতজ্ঞতায় আমার দু’টি কবিতা প্রেরণাদাতা হিসাবে উল্লেখ করেছে। আমি কৃতজ্ঞ তার কাছে। আমার নিঁখুত বিশ্লেষণধর্মী করোনা সিরিজ একটি ব্যতিক্রম এবং তথ্যপূর্ণ, আমার গর্ব। করোনা নিয়েই আমার যাত্রা শুরু, আলোকিত বাংলা কবিতা ওয়েবসাইটে। আমার বিশ্লেষণধর্মী করোনা সিরিজ, অনেক কবির চিন্তার খোরাক।)


(আজকের কবিতা, কবি হীরার “আমি ভালোবাসি” কবিতার পঙক্তির ফরমেট দেখে কেনো যেন এই ননসেন্স-ভার্সগুলো আমার মাঝে গঠিত হলো, আমি আরো দু’টো কবিতা লিখে রেখেছি, যা অন্য কবির কবিতা পড়ে, আমার মননে গঠিত হয়েছে। আমি কবি বন্ধুদের ভালোবাসা পেয়েছি, তাদেরও ভালোবাসি একিরূপে, কখনোই তাদের কাছে অকৃতজ্ঞ হবো না। হলে চোখে আঙ্গুল দিয়ে দেখাবেন আমাকে প্লিজ, অনুরোধ আমার। )