বন্ধুরে তুই আমার খবর কেনো রাখিস না?
আমায় ছেড়ে কার জন্য হইলে দিওয়ানা?
আমার মনে জ্বালা দিয়ে
পড়ে আছিস দূরে গিয়ে
একা তোরে দূরে ছেড়ে মনটা মানে না।


কেমনে আছিস একা একা পড়ে না মনে,
তোরে ছাড়া কথা আমি বলবো কার সনে?
তোর জন্য পরাণ যায়
মন আমার দেখতে চায়
তোর বিরহে বসে আছি প্রাণে সহে না।


তোর জন্য পাগল আমি কেমনে পাই তোরে,
মন আমার আনচান করে দৃষ্টি যায় দূরে।
মনটা আমার উড়ে যায়
আকাশ পানে দূরে চায়
বন্ধু, তোর মনে কি আছে আমি জানি না।


আমার প্রাণ বন্ধুরে তুই আরেকবার আসিয়া,
আমারে তোর মনের কথা যাসনারে বলিয়া।
মন আমার কেমন করে
কবে আসবি দেশে ফিরে
করিস যতো তালবাহানা কিছুই মানি না।