অনামিকা, বাসেতে পরিচয়, হটাত ঘর্ষনেতেই আবেগের সঞ্চার।
দু চোখের লুব্ধ চাহনিতে -লেপটে ছিল যেন
ভালোবাসা।
রন্ধ্রে রন্ধে আমার শরীর, এ শারদ সকালেও ঘর্মাক্ত হয়েছিল
তোমার সে তৃষ্ণাত্ব চাহনি তে,
ভালোবাসা, হটাত বাসা বেধেছিল আমার অন্তর।
তুমি কী সেই!
তুমি কী সেই, আমার স্বপ্নের সেই আগমনী সুর!
তুমি কী সেই, তুমি কী সেই!
যাকে জন্ম জন্মাতরেই বাসনা বা রসনা; জেনেছি
আমার!
তোমার দেহের ভাজে ভাজে লেখা আছে আমার অন্তর
গহিন পথহারা দিশাহীন প্রান্তর, বিজন কাননে
আর কোনও স্বর আসেনা কানে,
বাসের হা হট্টগোলে তোমার কণ্ঠ হীন,আমি
বধির।
ভালোবাসি তোমায়।