বসন্তের গন্ধ নিই দুহাতে
ফিঙে-জুটি  উড়ে চলা হরিণচত্বরে...
কাগজে-কলমে কিছু নিরীহ চিঠির পর
খানিকটা অভিমানও থাকুক
মন বলে কিছু তো গোপন থাকুক
নেই বললেও থেকে যায় কিছু...
কথার শেষাংশ
কানের লতি রিন্‌রিন্‌ বেজে উঠে শোনার জন্য


সমস্ত কিশলয়  পাতার ইন্টিরিয়রে উদ্‌গ্রীব যেন
একটি কথাই শোনার জন্য