রক্ত মাংসের মানুষ সবাই
ভীষণ বুঝি কষ্ট
এতো দুঃখ এতো অভাব
জীবন হবে নষ্ট!


ভোর বাতাসে শিউলি সুবাস
হৃদয় করে আলো
তবুও কেন এক জীবনে
আঁধার ভরা কালো।


অন্ধ সময় যাবে কেটে
খুঁজি সুখের আশা
নষ্ট সুখ নিশীথ রাত
জীবন খেলার পাশা।


দিগন্ত জুড়ে কাশের মেলা
শরৎ এসেছে দ্বারে
উৎসবে আলো নাইবা জ্বলুক
সবাই হাসুক জোরে।


আসছে ঘরে মা জননী
দুঃখ হবে দূর
দু’চোখ বুজে শুনছি মাগো
আগমনী গানের সুর।


   ****


রচনাকাল – ২৭/০৮/২০২০