আমি মরবো বলে আসিনি এই পৃথিবিতে
সব্বাই তো মরে যেতে যায়, সব্বাই
একটা সময়ে ...


দেখতে চাই আজীবন মানুষের বেঁচে থাকার লড়াই
সুখী মানুষ মরে যায় সহজেই –
গরীব মানুষের লড়াই যা দেখবার মত
যন্ত্রণায় ছটফট করছে, তবুও মরণ নেই!


ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আসছে
রক্তাক্ত চাবুকের বিকলাঙ্গ দলিল –
কান্না মুছে সভ্য মানুষ বলছে
এতো কঙ্কাল মাটির নীচে কেন পোঁতা?


ঈশ্বর বলছে মরতে, তোকে মরতেই হবেই ব্যাটা
না হলে সভ্য মানুষের অন্ধকার চাপা পড়বে কেমনে
রক্তের দাগ, কঙ্কাল – সব ভুলে যা
নইলে দেওয়ালে টাঙানো জমিদারবাবুরা আবার রক্ত চক্ষু দেখাবে
আবার চাবুক মারবে – সপাৎ সপাৎ সপাৎ ...


       *********